সাম্প্রতিক কালে কম্পিউটার যন্ত্রকে মানুষের ভাষা বোঝার ক্ষমতা প্রদান করার বিশ্বব্যাপী প্রচেষ্টা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে (মেশিন লার্নিং)। সেই ক্ষমতা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা আমার গবেষণার বিষয়। বিশেষতঃ, ভাষাবিজ্ঞান ও যুক্তিবিদ্যার সংমিশ্রনে যন্ত্রের ভাষা শিক্ষা অণুবীক্ষণ এবং তার ক্ষমতার উন্নতি করা আমার গবেষণার মূল বিষয়। যন্ত্রকে ভাষা শেখানোর নানান পদ্ধতি বিশ্লেষণ করা এবং যন্ত্রের মধ্যে লিখিত ভাষার অর্থ ও বাক্য গঠন এর রূপ বিবেচনা করতে আমি আগ্রহী। এছাড়া, যন্ত্রের সাথে স্বাভাবিক ভাবে লিখিত সংলাপ বিনিময়ের অত্যাধুনিক পদ্ধতি পর্যবেক্ষণ এবং উন্নতি করার বিষয়েও আমি বৈজ্ঞানিকভাবে কৌতূহলী।
আমি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টএ পাঠরত, এবং আমি থাকি মন্ট্রিয়ল শহরে। আমার পিএইচডি অধীক্ষক জোয়েল পিনো। কিছুদিন আগে আমি ফেসবুক এ.আই. রিসার্চ ল্যাবে ইন্টার্ন পদে নিযুক্ত ছিলাম।
আমি ReScience C জার্নাল এর সহযোগী সম্পাদক। এই জার্নাল এ পুনরুৎপাদনযোগ্য বিজ্ঞান এর প্রচার করা হয়, এবং প্রকাশিত গবেষণাপত্রের পুনরুৎপাদনযোগ্যতা নির্ণয় করা হয়। আমি বার্ষিক মেশিন লার্নিং পুনরুৎপাদনযোগ্যতা প্রতিযোগিতার প্রধান সংগঠক (১, ২, ৩, ৪, ৫)। আমার কাজ এবং গবেষণা আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে (নেচার, ভেঞ্চারবিট, ইনফোকিউ, ডেইলি মেইল এবং হিন্দুস্থান টাইমস)।
আমার শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত বৃত্তান্ত এখানে ডাউনলোড করুন ।
কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি (ML & NLP), ২০২২*
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
কম্পিউটার বিজ্ঞানে এমএসসি (ML & NLP), ২০১৮
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
কম্পিউটার বিজ্ঞানে বি.টেক, ২০১৪
পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়